ব্যাটিং:
১.নিজের উইকেটের মূল্য অবশ্যই বুঝতে হবে এবং ছুড়ে ফেলে আসা যাবে না।মনে রাখতে হবে,বোলার যতই স্যাটেল হোক না কেন,পিচে দাড়ায় থাকলে ব্যাটসম্যান ও আপনা আপনি স্যাটেল হয়ে যাবে,তথা রান আসা শুরু করবে।
২- অপরাজিত থাকা অবস্থায় কোন সংবাদ সম্মেলন , কোন নিউজপেপার পড়া যাবে না। মাঝের সময়টুকু একান্ত নিজের সময় হিসাবে কাটানো দরকার। একমাত্র চিন্তা হওয়া দরকার পরের দিন কিভাবে কনসেন্ট্রেশন ধরে রাখা যায়
৩- কোন সংবাদপত্র দেশের ত্রাতা হিসাবে তুলে ধরলে তাকে পাত্তা না দেয়া । নিজের খেলার পারদর্শীতা নিজে আর অন্যান্য ক্রিকেটারদের দ্বারা মূল্যায়ন করা।
৪- একটি ভালো ইনিংস খেলে উল্লাসে মত্ত না হয়ে যাওয়া। পরের ইনিংসে এরচে ভালো করার প্রত্যায় তৈরি করা।
৫- একটি খারাপ ইনিংস খেলে ব্যর্থতায় মুশরে না পড়া। বরং ইনিংসটির চুলে চেরা বিশ্লেষন করা । নন ষ্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যানের মতামত নেয়া । ভিডিও ফুটেজ দেখা ।
৬- টেস্টে স্পিনারদেরকে খেলার সময় সিংগলস বেশী নিন। এটা বিপক্ষের স্পিনারদের মনোবল ভেংগে দেয়। একটা চার/ছয়ের চেয়ে তিনটা সিংগলস নিলে স্পিনাররা হতাশ হয় বেশী।
৭- যেই শট এর কারণে অতীত এ একাধিক বার আউট হতে হয়েছে , ইনিংস এর গুরুত্তপূর্ণ সময় এ পুরোপুরি ভাবে সেই শট খেলা হতে নিজেকে বিরত রাখা ।
বোলিং:
১- পরিস্থিতি বুঝে বল করতে হবে।স্লগ ওভারে বল করতে লাইন-লেন্থ যেন ঠিক থাকে সেইদিকে মনোযোগ রাখতে হবে।যখন রানের চেয়ে উইকেটের মূল্য বেশি, তখন ফুলটস দেয়া যেতে পারে।
Thursday, June 6, 2019
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment