A Cricket News Blog

Breaking

Wednesday, June 5, 2019

মুশফিক ও রানআউট মিস!

সত্যি বলছি মুশফিক ঐ রানআউট মিস করায় আমার ও খুব খারাপ লাগছিলো। একবার ভাবুন তো ঐ মিসের পর পুরো দল যখন এভাবে অসহায়ের মতো মুশির দিকে তাকিয়ে ছিলো তখন ঐ লোকটার মনের অবস্তা কেমন হয়েছিলো?
কতোটা অপরাধ বোধ তার মাঝে কাজ করছিলো? তার ওপর দর্শক সারি থেকে ও মনে হয়না কোন ভালো কথা আসছিলো! হ্যা, ভাই মুশফিক এভাবে আর ও ভুল করেছেন। সত্যি করে বলেন তো ঐ মুশি, ম্যাশদের জন্যই কী আপনি স্বপ্ন দেখছেন না এই বিশ্বকাপে সেমিফাইনাল, ফাইনাল খেলবেন?
সবাই যখন পানি পান করছিলো মুশফিক একা এক জায়গায় গ্লাভস খুলে বসেছিলেন। মনে আছে দৃশ্যটা? মানুষটা তখন কতোটা অসহায় বোধ করছিলো?
পরিশেষে এটাই বলবো আমরা যেন অতোটা অকৃতজ্ঞ না হই। সবাই জানি মুশি একটু বেশিই আবেগী। এই আবেগটা তো আমাদের খুশি করার জন্য! মেনে নিন দিনটি আমাদের ছিলো না, ভাগ্য একটু ও সহায় ছিলো না। তবে আমাদের বাঘেরা ফাটিয়ে দিয়েছে। এটা অনেক ইতিবাচক হবে আগামী ম্যাচ গুলির জন্য। এমনকি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে এর প্রভাব দেখতে পারবেন।
বি পজেটিভ বন্ধুরা। ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট টিম। ❤️❤️




No comments:

Post a Comment