ব্যাটিং,বোলিং এমনকি ফিল্ডিং তিন ইউনিটেই অলরাউন্ডার ক্রিকেটারদের দক্ষতা একটা দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ আজকের ম্যাচের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়।বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৯ রান করার পাশাপাশি ২ উইকেট, ২ ক্যাচ এবং ১ রান আউট করে ম্যাচ জেতাতে সহায়তা করেন স্টোকস।
তবে অলরাউন্ডার ক্রিকেটারদের গুরুত্ব রাতারাতি বেড়ে যায়নি।কপিল দেব,ইমরান খান,ক্যালিস,ক্লুজনার,স্টিভ ওয়াহ,যুবরাজ,সায়মন্ডস,ফ্লিনটফদের হাত ধরে অলরাউন্ডার ক্রিকেটারদের গুরুত্ব প্রকাশ পায়।
সময়ের পরিক্রমায় সাকিব,স্টোকস,রাসেল,পান্ডিয়া,ম্যাক্সওয়েল,থিসারারা হয়ে গেছেন নিজ নিজ দলের অবিচ্ছেদ্য অংশ।।দ্রুত রান তোলার পাশাপাশি,উইকেট টেকিং এ্যাবিলিটি এবং দূর্দান্ত ফিল্ডিং দিয়ে ম্যাচের চিত্র যেকোনো মুহূর্তেই তারা ঘুরিয়ে দিতে পারেন তা অনায়াসে বলা যায়।
স্টোকসের অসাধারন অনুশীলন-https://www.facebook.com/watch/?v=347281565973047


No comments:
Post a Comment