A Cricket News Blog

Breaking

Monday, June 10, 2019

ক্রিকেট বিশ্বকাপ এবং বাংলাদেশ দল

ভাই বোনেরা ক্রিকেট বিশ্বকাপ এবং বাংলাদেশ দল নিয়ে বিশেষ ভাবে চিন্তিত। একটু থামেন, এক গ্লাস পানি খান। একটু বসেন বসেন বসে যান................
যাই হোক কথা হইলো, খেলার ময়দান আমাগো টেকায় বড়লোক হওয়া দেশ যারে বলি বিদেশ যাই হোগ বৃটিশদের এলাকায় খেলা।
আমাদের দলের যেই ১১ জন খেলতেছে এদের নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা চলতেছে কারন শেষের দুই ম্যাচ হারছি এবং খুব বাজে ভাবে বৃটিশদের বুদ্ধি এবং ধৈর্য্যর কাছে পেদানী খাইছি শেষ ম্যাচটাতে। তো কথা হইতেছে.. বিশ্বকাপ চলে আপনারা বেশি উত্তেজিত হবেন না। কারন আপনাদের উত্তজনার উত্তাপ ফেবুর মাধ্যমে ১১ জনের কানে ঠিকই পৌছাইতাসে। যাই হোক কথা হইলো, ......>>>>>>
>কি হইতে পারতো আর কি হইতে পারে, কিন্তু ফ্যাক্ট হইলো কি হইতেছে।
আমাদের প্রথম সমস্যা: ওপেনিং এ তামিম রান পাচ্ছেনা, এবং সৌম্য শেষের ম্যাচে খুব ভালো একটা বলে আউট হয়েছে ম্যাচের শুরুতেই। তাই ৩০০ রান করতে পারতেছি না।
দ্বিতীয় সমস্যা: হলো আমাদের বলিং ডিপার্টমেন্ট পুরাই অফ ফর্মে: আসলেই কি অফ ফর্মে নাকি কন্ডিশনের কারনে? এইটা পরে বলতেছি।
তৃতীয় সমস্যা: হলো একজন চতুর্থ পেস বলার দরকার, কারন ইংলিশ কন্ডিশনে পেস বলার না থাকা মানে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড নাই বা থরের হাতুড়ি নাই।
সমাধান: খেলোয়াড়দের বডি ল্যাংগুয়েজ একেবারে ম্যাড় ম্যাড়ে এটা ঠিক করার জন্য নিজেদের মধ্যে আরো আত্ম বিশ্বাস আনতে হবে।
> তামিম ইকবালকে ১ টা ম্যাচের জন্য রেস্ট দেয়া হোক। লিটন খেলুক (এক ম্যাচ বসলেই পরের ম্যাচ থেকে রান পাওয়া শুরু করবে।)
> ৪র্থ পেসার হিসেবে রুবেল এবং সে খেলবে মিথুন এর বদলি হিসেবে
> সৌম্য সরকারের হাতে বল সপে দেয়া ৪ ওভার বলিং করলেই অন্য বলারদের উপর চাপ কমবে।
এবং সব থেকে গুরুত্বপূর্ন : আগে ব্যাটিং নেয়া। এই ইংলিশ কন্ডিশনে এখন পর্যন্ত চেজ করে জেতার থেকে আগে ব্যাটিং করে জেতার হার বেশি।
ব্যাস বেশি ইমোশনাল হবার দরকার কি? রেশিওনাল চিন্তা ভাবনা করে পজিটিভ থাকাটা জরুরী।
বাংলাদেশ দলকে শুভ কামনা।

No comments:

Post a Comment