A Cricket News Blog

Breaking

Tuesday, June 4, 2019

জিততে পারবে কি না বাংলাদেশ!!!

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তখন ২০/২২তম ওভার চলে.... ক্রিজে খুব সন্তর্পণে ব্যাট করছেন সাকিব ও মুশফিক! সিংগেলস, ডাবলসের পাশাপাশি নিয়মিত বাউন্ডারির চেষ্টা, বাউন্সার-আউটসুইংগার-গুগলিগুলোকে সতকর্তার সাথে মোকাবেলা করে যাচ্ছেন দু'জন।
বিশ্বাস করেন, এই আমিও; যে কি না বাংলাদেশ ক্রিকেটের সফলতা নিয়ে চরম মাত্রায় অপটিমিস্টিক থাকি, সে আমিও কখনওই শিউর ছিলাম না ইংল্যান্ডের বাউন্সি পিচে রাবাদা-এনগিডি-মরিসের সামনে, বিশ্বকাপের মত আসরে প্রত্যাশার চাপের ভেতরে থেকে প্রথম ম্যাচেই জিততে পারবে কি না বাংলাদেশ!!!
কিন্তু সেই ২০/২২তম ওভারেই যেন আমি স্পষ্ট দেখতে পেলাম এই বাংলাদেশ, ওই বাংলাদেশ না৷ এই বাংলাদেশ; অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তথা সমস্ত 'বড় দলের' কাতারেরই তো! খেলা বা পারদর্শীতা মুখ্য বিষয় নয়, মানসিকতা, বডি ল্যাঙ্গুয়েজ, উপস্থিত বিচক্ষণতা, উচ্ছ্বাস, আক্রমনাত্মক ভঙ্গী সবকিছুতেই ওই 'বড় দলগুলোর' চেয়ে আমরা পিছিয়ে নেই কোনোখানেই!
ফিল্ডিংয়ের দিকে চাইলে ভালবাসা-আবেগ আর উত্তেজনায় শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছিলো বারবারই৷ সৌম্যর জীবন দিয়ে চেষ্টা করে ক্যাচ মিসের পর তার আফসোস, দুই বল পরেও অনুশোচনায় বারবার মাথা নাড়াতে দেখা গেছে ছেলেটাকে! মনে হচ্ছিলো দৌঁড়ায়ে গিয়ে বলি, 'Chin up Buddy, You did nothing wrong there! You tried your best, and still we are in the game! It's okay, Our Hero!'
মাহমুদউল্লাহর মিস জাজমেন্টের পর তার চোখে মুখে হতাশা, শেষ হতে থাকা মহা মূল্যবান সাকিবের এক ওভারে দুইটা বিগ চান্স ক্রিয়েট করেও সফল না হওয়ার পর সাকিবের কোমরে হাত দিয়ে অসহায়ের মত তাকিয়ে থাকা, মিলারের বিপক্ষে সাইফুদ্দিনের মানসিক দ্বন্দ্বের সম্মুখিন হওয়া, বাউন্ডারি লাইনে তামিমের আপ্রাণ চেষ্টা, ২ বলে ২৪ রান লাগে অবস্থাতেও বাউন্ডারি বাঁচাতে মিরাজের ডেডিকেশান, ইভেন যে সাব্বিরকে পছন্দ করিনা, চার বাঁচাতে ছেলেটার ডাইভ, উইকেটের পিছে থেকে মুশফিকের গলা ফাটানো চিৎকার, সর্বশেষে মাশরাফি ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ.... ওহ মাই 😍
সবকিছুতেই যেন ফুটে উঠলো দেশপ্রেম, ভালবাসা, আত্মপ্রত্যয়, আর কিছু জয় করে বিশ্বের বুকে নিজ দেশের সম্মান বাড়ানোর অসীম সাহস 😍 মন থেকে শুধু নয়, বারবার দাঁড়িয়ে স্যালুট জানাতে ইচ্ছে করছিল ওদের৷
ম্যাচ জেতার জন্য নয়, এই ম্যাচ হারলেও বাকি সব ম্যাচ হারলেও ওরা আমাদের কাছে আমাদের ক্যাপ্টেন বাংলাদেশ, আইরন ম্যান, থর, হাল্ক, সুপারম্যান, ব্যাটম্যান! আমাদের রিয়েল হিরো! আমাদের ভালোবাসা!
বাংলাদেশ সমর্থকদের উদ্যেশ্যে বলতে চাই, সমর্থণ কারে বলে প্লিজ 'লিভারপুল' 'ডর্টমুন্ড' সাপোর্টারদের দেখেন, শিখেন। কোন মানসিকতার মানুষ হলে সৌম্যকে ওই ক্যাচ মিসের পর গালি দিতে পারেন? কেন মাহমুদুল্লাহার ভরা মাঠে হাজার দর্শক, ক্যামেরার সামনে মুখে আঙ্গুল রেখে চুপ করতে বলতে হয়? পুরো বিশ্বের সামনে ওরা ১৫ জন আমাদের দেশকে, দেশের সম্মানকে যেখানে প্রতিদিন উঁচু থেকে উঁচুতে নিয়ে যাচ্ছে, সেখানে ওই মাঠেই ওই ছেলেগুলিকেই গালি দিয়ে বিশ্ববাসীর সামনে 'এ দেশের মানুষের আচরণ' চিনায়ে দিয়ে আসলেন? বাহ!!!
মনে রাখবেন, দেশকে ভালোবেসে গ্যালারি-সোফা-বিছানায় বসে যে আবেগ-ভালোবাসা দেখান না??? মাঠে ১০০ ওভার খাটুনি করে, ডেডিকেশান দিয়ে যে সন্তানগুলি খেলে; দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য আপনার ভালোবাসার চেয়ে শতগুণ বেশি ভালবাসা ধারণ করে আছে তারা!
জিতবো ইনশাআল্লাহ
দামাল ছেলেরা এগিয়ে যাক,
বিশ্ব চিনুক নতুন বাংলাদেশকে! ❤

No comments:

Post a Comment