24(23), 2(7), 7(20), 76(92), 4*(1), 39(51), 67*(49), 1(4), 27(54), 25(51), 74(81), 25(31), 4(16), 0(4), 14*(21), 30(51), 13(29), 7(8), 16(36), 30*(34), 35*(29), 19*(21), 46*(33), 20(41), 28(41)
ক্রিকেট একটা পরিসংখ্যানের খেলা আর মাঝে মধ্যে পরিসংখ্যান অনেক কথা বলে। শেষ ২৫ ইনিংসে মাত্র তিনটা হাফ সেঞ্চুরি, ৩৫.২ গড়ে ৬৩৩ রান, স্ট্রাইক রেট মাত্র ৭৬.৪ !!!
আমরা সবসময় তাকে দেশসেরা ফিনিসার বলে আখ্যায়িত করি কিন্তু একজন ৭৬,৪ এর স্ট্রাইক রেট ধারি কিভাবে একজন ফিনিশার হন। এই পরিসঙ্খান লিখতে যেয়ে আমি প্রত্যেকটা ইনিংস দেখেছি, সত্যি বলতে কি হাতে গোনা কয়েকটা ইনিংসে একরকম ব্যাটিং মানা যায় কিন্তু বেশির ভাগ সময় এই ইনিংসগুলো হয় দলকে ডুবিয়েছে অথবা বিপদে ফেলেছে। সাউথ আফ্রিকার সাথে রাবাদা যখন মাহমুদুল্লাহর ক্যাচ ফেলল তখন তার স্কোর ১২(১৮), যদি ক্যাচটি ধরে ফেলত আমরা ৩০০ রানের নিচে গুটিয়ে যেতে পারতাম এবং হেরে যেতাম। পরের দুই ম্যাচ এ একি ফর্মুলা দিয়ে দুইবারি ফ্লপ ২০(৪১), ২৮(৪১) যা ফিনিশিং কেন যেকোনো পজিশনেই গ্রহণযোগ্য নয়। আপনারা যদি খেয়াল করেন বাংলাদেশের ফিনিশিং এই বিশ্বকাপে সবচেয়ে দুর্বল। বিশ্বাস করুণ আর না করুণ আমরা ৪০ ওভারে ৩০০ করলেও আমরা ৩৫০ এর বেশি করতে পারব না।
তামিমের রোল ধরে খেলে রান করা যেটা সে ভাল ভাবেই করছে
সাকিব ও মুসফিক রোল ইনিংসের মাঝে রানের চাকা সচল রাখা যাতে তারা ফুল্লি সাকসেসফুল
মাসরাফির রোল দলকে উজ্জীবিত করে এগিয়ে নেয়া ও বোলিং যেটা সে মোটামুটি ভাবে ভালই করছে
মাহমুদুল্লাহর রোল কি?
ফিনিশিং? অবশ্যই না স্ট্রাইকরেট ৭৬.৪
ইনিংস ধরে খেলা? অবশ্যই না মাত্র তিনটা হাফ সেঞ্চুরি ২০১৮ থেকে
রানের চাকা সচল রাখা? হাহাহা সে নামলেই ঠেক মারা শুরু করবে পরে পুষিয়ে নেওয়ার আশায় তারপর বুম আউট
আমরা আবেগ নিয়ে খেলা দেখি তাই মনে রাখি সেই ব্যাক ত ব্যাক সেঞ্চুরি বা ২০১১ সালে ইংল্যান্ডের সাথে মারা সেই চার। আমরা সবাই চাই এমন প্লেয়ার যে এখন তার সেরাটা খেলছে, আমাদের নস্টালজিয়ায় না। আমি চিন্তা করি তামিম, মাশরাফি বা মিথুন সবাই এই বাংলাদেশ দলে ফিট করে কিন্তু মাহমুদুল্লাহ না।
বিঃ দ্রঃ আসুন আমরা গঠন মুলুক আলোচনা করি। আর আপনারা জিজ্ঞাস করার আগে বলে রাখি, না আমি মাহমুদুল্লাহর থেকে ভাল ব্যাটিং করতে পারি না বা বেশি ক্রিকেট বুঝি না।


No comments:
Post a Comment